রিয়াজুদ্দীন - সালথা, ফরিদপুর
৬৩৪২. প্রশ্ন
গতকাল প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে আমি আসরের জামাতে শরীক হতে পারিনি। ঘরে একাকী নামায আদায় করি। তো প্রথম রাকাত সূরা ফাতেহা পড়ার সময় ভুলে চার-পাঁচ আয়াত উচ্চ আওয়াজে পড়ে ফেলি। বাকি কেরাত স্বাভাবাবিক নিয়মে পড়ি। পরে আমি সাহু সিজদা আদায় করে নামায শেষ করি। জানার বিষয় হল, আমার উক্ত নামায আদায় হয়ে গেছে কি? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
সূরা ফাতেহার ঐ পরিমাণ উচ্চৈঃস্বরে পড়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। সুতরাং নামায শেষে সাহু সিজদা করার কারণে আপনার নামাযটি আদায় হয়ে গেছে। ইউনুস ইবনে উবাইদা রাহ. বলেন—
عَنِ الْحَسَنِ أَنَّهُ سُئِلَ عَنِ الرَّجُلِ يَجْهَرُ فِيمَا لاَ يُجْهَرُ فِيهِ؟ قَالَ : يَسْجُدُ سَجْدَتَيَ السَّهْوَ.
‘হাসান বসরী রাহ.-কে জিজ্ঞাসা করা হল, কেউ অনুচ্চ-স্বরে কেরাতবিশিষ্ট নামাযে উচ্চৈঃস্বরে কেরাত পড়লে তার করণীয় কী? তিনি বললেন, সাহু সিজদা আদায় করে নেবে।’ (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৩৬৬৮)
—আলআজনাস, নাতিফী ১/১১০; আলমুহীতুর রাযাবী ১/৩২০; আলবাহরুর রায়েক ২/৯৬; আদ্দুররুল মুখতার ২/৭৭; রদ্দুল মুহতার ২/৮১