আদনান সাকিব - গুলশান-২, ঢাকা
৬৩৩৯. প্রশ্ন
আমি জানি, শরীয়তে পুরুষের জন্য রুপার আংটি ব্যবহার করার অনুমতি আছে। আমি জানতে চাচ্ছি :
ক. পুরুষের জন্য সর্বোচ্চ কতটুকু পরিমাণ ওজনের রুপার আংটি বানানোর অনুমতি আছে? এক্ষেত্রে নির্দিষ্ট কোনো পরিমাণ আছে কি?
খ. রুপার আংটির ওপর কোনো ধরনের পাথর বসানো যাবে কি?
উত্তর
ক. পুরুষের জন্য রুপার আংটি ব্যবহার করা জায়েয আছে। আর তা এক মিস্কালের কম হতে হবে। বুরায়দা রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
اتَّخِذْهُ مِنْ وَرِقٍ، وَلَا تُتِمَّهُ مِثْقَالًا.
এক ‘মিস্কাল’ ওযনের কম রুপা দিয়ে আংটি তৈরি করে তা ব্যবহার করো। (সুনানে আবু দাউদ, হাদীস ৪২২৩)
এক মিস্কাল হল ৪.৩৭৪ গ্রাম। সুতরাং আংটি ব্যবহার করতে চাইলে ৪.৩৭৪ গ্রামের কম ওজনের রুপার আংটি ব্যবহার করতে হবে।
খ. হাঁ, রুপার আংটির ওপর পাথর বসানো জায়েয আছে। এতে অসুবিধা নেই। Ñবুস্তানুল আরিফীন, সমরকান্দী, পৃ. ৮১; আলমুহীতুল বুরহানী ৮/৫০; আদ্দুররুল মুখতার ৬/৩৬০; রদ্দুল মুহতার ৬/৩৬১; ইলাউস সুনান ১৭/৩২৫