মাসুম বিল্লাহ - লাকসাম, কুমিল্লা
৬৩৩১. প্রশ্ন
শরীয়তে একাধিক মৃত ব্যক্তির জানাযার নামায একসঙ্গে পড়া জায়েয কি? যদি জায়েয হয়, তাহলে এক্ষেত্রে জানাযার নামাযের সময় ইমামের সামনে লাশগুলো কীভাবে রাখবে?
উত্তর
জানাযার জন্য একাধিক লাশ একত্রে উপস্থিত হয়ে গেলে সম্ভব হলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা জানাযার নামায পড়া উত্তম। তবে সবগুলো লাশকে একত্র করে একসাথে জানাযার নামায পড়াও জায়েয আছে। এক্ষেত্রে উত্তম পদ্ধতি হল, সবগুলো লাশ ইমামের সামনে পশ্চিম দিকে একের পর এক সারিবদ্ধভাবে রাখা। সেক্ষেত্রে সবগুলো লাশ যদি পুরুষের হয় তাহলে বয়স ও মর্যাদার দিক থেকে যে বড় তাকে ইমামের সামনে প্রথমে রাখবে। আর পুরুষ ও মহিলার জানাযা হলে ইমামের সামনে প্রথমে পুরুষের লাশ এরপর মহিলার লাশ রাখবে। তাবেয়ী নাফে রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-
عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ إذَا صَلَّى عَلَى جِنَازَةِ رِجَالٍ وَنِسَاءٍ جَعَلَ الرِّجَالَ مِمَّا يَلِيهِ وَالنِّسَاءَ خَلْفَ ذَلِكَ مِمَّا يَلِي الْقِبْلَةَ.
অর্থাৎ আবদুল্লাহ ইবনে উমর রা. পুরুষ ও মহিলার জানাযার নামায একত্রে পড়ালে পুরুষদেরকে সামনে রাখতেন এরপর মহিলাদেরকে রাখতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৬৮২)
অবশ্য এক্ষেত্রে লাশগুলো উত্তর-দক্ষিণে সারিবদ্ধভাবে রেখেও জানাযা পড়া যাবে।
কিতাবুল আছল ১/৩৫০; বাদায়েউস সানায়ে ২/৫৬; খুলাসাতুল ফাতাওয়া ২/২২৪; ফাতহুল কাদীর ২/৯২; আদ্দুররুল মুখতার ২/২১৯