জুমাদাল উলা-জুমাদাল আখিরাহ ১৪৪৫ || ডিসেম্বর ২০২৩

আতাউল গণি ওসমানী - রংপুর

৬৩২৯. প্রশ্ন

একবার জনৈক ইমাম সাহেব নামাযের মাসআলা-মাসায়েল শেখাতে গিয়ে বলেন, সুস্থ ব্যক্তি নামাযে সিজদা থেকে দাঁড়ানোর সময় হাত দ্বারা জমিনে অথবা হাঁটুতে ভর দিয়ে দাঁড়ালে নামায মাকরূহ হয়ে যাবে। তবে কেউ ওযরবশত এমনটি করলে নামায মাকরূহ হবে না। তাই ওযর ছাড়া এমনটি করা যাবে না।

এখন হুজুরের কাছে আমার প্রশ্ন হল, কেউ সিজদা থেকে দাঁড়ানোর সময় কোনো ওযর ছাড়া জমিনে অথবা হাঁটুতে ভর দিয়ে দাঁড়ালে কি নামায মাকরূহ হবে? আশা করি সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

উত্তর

নামাযে সিজদা থেকে দাঁড়ানোর সময় ওযর ছাড়া জমিনে ভর দিয়ে দাঁড়ানো মাকরূহে তানযীহী। তাই ওযর ছাড়া জমিনে ভর দেবে না। আর হাঁটুতে ভর দিয়ে দাঁড়ানো মাকরূহ নয়; বরং ওঠার সময় হাঁটুতে ভর করে দাঁড়ানোই নিয়ম।

সুনানে আবু দাউদ, হাদীস ৭৩৫; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪০২০; আলমুহীতুল বুরহানী ২/১২৩; আলবাহরুর রায়েক ১/৩২২; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩২২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন