জুমাদাল উলা-জুমাদাল আখিরাহ ১৪৪৫ || ডিসেম্বর ২০২৩

যোবায়ের - লক্ষ্মীপুর

৬৩২২. প্রশ্ন

কোনো মুসল্লি তার পায়ের স্থান হতে কতটুকু উঁচু স্থানে সিজদা করলে সিজদা আদায় হয়ে যাবে? আর কতটুকু উঁচু স্থানে সিজদা করলে সিজদা আদায় হবে না? এই মাসআলার ক্ষেত্রে ফিকহের কিতাবাদিতে نصف ذراع -এর কথা উল্লেখ করা হয়; এর দ্বারা কোন্ ধরনের ذراع উদ্দেশ্য?

উত্তর

মুসল্লির সিজদার জায়গা যদি পায়ের জায়গা থেকে আধা হাত বা তার চেয়ে কম উঁচু হয় তাহলে সিজদা আদায় হয়ে যাবে। আর যদি সিজদার জায়গা পায়ের জায়গা থেকে আধা হাতের বেশি উঁচু হয় তাহলে সিজদা আদায় হবে না।

আর ফিকহের কিতাবের এই ذراع দ্বারা উদ্দেশ্য হল, ذراع الكرباس তথা এক হাত, যা চব্বিশ আঙুল সমপরিমাণ। আর তা বর্তমানের হিসাবে এক গজের অর্ধেক অর্থাৎ একহাত বা ১৮ ইঞ্চি। সে হিসেবে نصف ذراع-এর পরিমাণ হচ্ছে, আধা হাত বা এক গজের চার ভাগের এক ভাগ, তথা নয় ইঞ্চি।

আযযাখিরাতুল বুরহানিয়া ২/৪২; আলজাওহারাতুন নাইয়িরা ১/৬৮; আদ্দুররুল মুখতার ১/৫০৩; ইমদাদুল আহকাম ১/৫৫৫; আওযানে শারইয়্যাহ, পৃ. ৩১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন