আল আমীন - ঢাকা
৬৩১৮. প্রশ্ন
আমার দোকানে দীর্ঘদিন যাবৎ এক হিন্দু কর্মচারী কাজ করে। আমাদের দেখতে দেখতে সেও হাঁচি দেওয়ার পর ‘আলহামদু লিল্লাহ’ বলে। এখন আমার জানার বিষয় হল, তার হাঁচির জবাবে কি ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা যাবে?
উত্তর
কোনো অমুসলিম হাঁচি দেওয়ার পর যদি ‘আলহামদু লিল্লাহ’ বলে তাহলে তার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ না বলে
يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ
(আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন এবং তোমাদের অবস্থা সংশোধন করে দিন) বলবে। হাদীস শরীফে এসেছে, হযরত আবূ মূসা আশআরী রা. বলেন-
كَانَ اليَهُودُ يَتَعَاطَسُونَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْجُونَ أَنْ يَقُولَ لَهُمْ: يَرْحَمُكُمُ اللهُ، فَيَقُولُ: يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ.
ইহুদীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাঁচি দিত, যাতে এর জবাবে তিনি তাদেরকে يَرْحَمُكُمُ اللهُ (আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন) বলেন। কিন্তু তিনি তাদের উত্তরে বলতেন-
يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ
[আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন এবং তোমাদের অবস্থা সংশোধন করে দিন।] (জামে তিরমিযী, হাদীস ২৭৩৯)
-ফাতহুল বারী ১০/৬১৯; উমদাতুল কারী ২২/২২৬; তাবয়ীনুল মাহারিম, পৃ. ৭৫৮; রদ্দুল মুহতার ৬/৪১৪