রবিউল আখির ১৪৪৫ || নভেম্বর ২০২৩

ফাহিম - কুমিল্লা

৬৩০৬. প্রশ্ন

কোনো কোনো মুসল্লীকে দেখা যায়, সিজদা থেকে ওঠার সময় হাত দিয়ে জমিনের ওপর ভরে দিয়ে ওঠেন। আবার অনেক মুসল্লি এমনটি না করে সরাসরি দাঁড়িয়ে যান। জানার বিষয় হল, এই দুটি পদ্ধতির মাঝে কোন্টি উত্তম?

উত্তর

সিজদা থেকে ওঠার ক্ষেত্রে মুস্তাহাব হল, হাত দিয়ে জমিনের ওপর ভর না দিয়ে সরাসরি দাঁড়িয়ে যাওয়া। আবু হুরায়রা রা. বর্ণনা করেন-

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَضُ فِي الصَّلَاةِ عَلَى صُدُورِ قَدَمَيْهِ.

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে পায়ের পাতার ওপর ভর করে সিজদা থেকে দাঁড়াতেন। -জামে তিরমিযী, হাদীস ২৮৮

তবে অসুস্থতা বা অন্য কোনো ওযরবশত হাতের ওপর ভর দিয়ে ওঠা যাবে। হারেস রাহ. হযরত ইবরাহীম নাখায়ী রাহ. থেকে বর্ণনা করেন-

أَنَّهُ كَانَ يَكْرَهُ ذَلِكَ، إِلاَّ أَنْ يَكُونَ شَيْخًا كَبِيرًا أَوْ مَرِيضًا.

বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ ব্যক্তি ছাড়া অন্যদের ক্ষেত্রে তিনি সিজদা থেকে ওঠার সময় হাতের ওপর ভর দেওয়াকে অপছন্দ করতেন। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪০১৫

তাই কোনো ওযর না থাকলে সিজদা থেকে ওঠার সময় হাত দিয়ে জমিনের ওপর ভর দিয়ে ওঠা অনুত্তম।

-কিতাবুল আছল ১/৯; আলমাবসূত, সারাখসী ১/২৩; আলমুহীতুল বুরহানী ২/১২৩; আলবাহরুর রায়েক ১/৩২২; ফাতাওয়া হিন্দিয়া ১/৭৫; রদ্দুল মুহতার ১/৫০৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন