রবিউল আখির ১৪৪৫ || নভেম্বর ২০২৩

আবদুল্লাহ আকরাম - কুষ্টিয়া

৬৩০৪. প্রশ্ন

অনেক সময় কুরআন তিলাওয়াত চলাকালীন আযান শুরু হয়ে যায়। সেক্ষেত্রে কী করণীয়? তিলাওয়াত অব্যহত রাখা উচিত, নাকি তিলাওয়াত বন্ধ করে আযানের জবাব দেওয়া উচিত?

উত্তর

কুরআন তিলাওয়াতের সময় আযান শুনতে পেলে তিলাওয়াত বন্ধ রেখে আযানের জবাব দেওয়া উত্তম। তবে এক্ষেত্রে তিলাওয়াত অব্যাহত রাখাও জায়েয আছে।

-উয়ূনুল মাসয়িল, পৃ. ২২৩; বাদায়েউস সানায়ে ১/৩৮৩; আলমুহীতুর রাযাবী ১/২১৩; রদ্দুল মুহতার ১/৩৯৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন