মাহবুব এলাহী - এ কে খান, চট্টগ্রাম
৬২৯৮. প্রশ্ন
এক ব্যক্তির কাছে কুরবানী ওয়াজিব হওয়ার মতো নেসাব পরিমাণ সম্পদ ছিল না। তা সত্ত্বেও সে কুরবানীর নিয়তে একটি ছাগল ক্রয় করে এবং কুরবানীর প্রথম দিন সেটি কুরবানীও করে। কিন্তু যিলহজ্বের ১২ তারিখ সকালে হঠাৎ তার বাবা মারা যান। ফলে সে মীরাছসূত্রে প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ পেয়ে যায়।
জানতে চাই, ঐ ব্যক্তির উপর পুনরায় কুরবানী করা কি ওয়াজিব? মাসআলাটি জানানোর অনুরোধ রইল।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির উপর পুনরায় কুরবানী করা ওয়াজিব নয়। বরং ১০ যিলহজ্ব যে কুরবানীটি করেছে এক্ষেত্রে সেটিই যথেষ্ট হবে।
Ñআলমুহীতুল বুরহানী ৮/৪৮১; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২০; ফাতাওয়া বায্যাযিয়া ৬/২৯২; আলবাহরুর রায়েক ৮/১৭৮; রদ্দুল মুহতার ৬/৩১৬