সাইফুল ইসলাম - যশোর
৬২৮১. প্রশ্ন
কিছুদিন আগে মাগরিবের নামাযের ইমামতি করতে গিয়ে প্রথম রাকাতে সূরা ফাতিহার কিছু অংশ অর্থাৎ اِیَّاكَ نَعْبُدُ وَ اِیَّاكَ نَسْتَعِیْنُ পর্যন্ত আস্তে আস্তে পড়ে ফেলি। পরে আবার জোরে পড়ার কথা মনে পড়লে শুরু থেকে পুনরায় উচ্চ আওয়াজে পাঠ করি। মনে কিছুটা সংশয় ও সন্দেহের ভিত্তিতে সাহু সিজদার মাধ্যমে নামায শেষ করি।
মুহতারামের কাছে জানার বিষয় হল, এক্ষেত্রে আমার ওপর কি সাহু সিজদা ওয়াজিব হয়েছিল এবং আমাদের নামায কি আদায় হয়েছে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে সূরা ফাতিহার তিন আয়াত যেহেতু নিঃশব্দে পড়া হয়েছে, তাই একারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছে। অতএব এক্ষেত্রে সাহু সিজদা করা ঠিকই হয়েছে। তবে এক্ষেত্রে নিয়ম হল, ভুল স্মরণ হওয়ার পর শুরু থেকে না পড়ে যতটুকু পড়া হয়েছে এর পর থেকে উচ্চৈঃস্বরে পড়া।
Ñবাদায়েউস সানায়ে ১/৪০৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৮; আননাহরুল ফায়েক ১/৩২৫; শরহুল মুনইয়াহ, পৃ. ৪৫৭, ৬১৮;