রবিউল আউয়াল ১৪৪৫ || অক্টোবর ২০২৩

শওকত - নোয়াখালী

৬২৭৯. প্রশ্ন

ফরয নামায একাকী আদায় করার সময় মাঝে মাঝে ভুলে প্রথমে রাকাতের কেরাতে সূরা নাসপড়ে ফেলি। শুনেছি, এক্ষেত্রে নাকি দ্বিতীয় রাকাতেও সূরা নাসপড়তে হবে। তাই এমন ভুল হয়ে গেলে এর ওপর আমল করে থাকি। জানার বিষয় হল, উক্ত পদ্ধতি কি ঠিক? বা এক্ষেত্রে কী করণীয়?

উত্তর

ফরয নামাযের প্রথম রাকাতে সূরা নাসপড়ে ফেললে দ্বিতীয় রাকাতেও সূরা নাসপড়াই ভালো। তাই এ ধরনের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতও সূরা নাসপড়া নিয়মসম্মতই হয়েছে। অবশ্য এক্ষেত্রে অন্যস্থান থেকে পড়লেও নামাযের ক্ষতি হবে না। তবে বারবার এমন ভুল হওয়া উচিত নয়।

Ñখুলাসাতুল ফাতাওয়া ১/৯৭; আলমুহীতুল বুরহানী ২/৪৮; ফাতাওয়া খানিয়া ১/১৬৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/৬৮; রদ্দুল মুহতার ১/৫৪৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন