রবিউল আউয়াল ১৪৪৫ || অক্টোবর ২০২৩

হাসিবুর রহমান - যশোর

৬২৭৭. প্রশ্ন

আমাদের মসজিদের ইমাম সাহেব একবার রোড এক্সিডেন্টে পায়ে ব্যথা পান। ফলে তিনি স্বাভাবিকভাবে মাটিতে বসে নামায পড়তে পারছিলেন না। তখন কয়েকদিন তিনি চেয়ারে বসে ইশারায় রুকু-সিজদা করে নামায পড়েন। সে সময় মুয়াযযিন সাহেব নামায পড়িয়েছেন। আমরা তার পেছনে নামায আদায় করি। একদিন মুয়াযযিন সাহেব না থাকায় ইমাম সাহেব চেয়ারে বসেই ইশারায় রুকু-সিজদা করে আমাদের নামায পড়িয়েছেন। এরপর একদিন বেহেশতী জেওরে দেখতে পেলাম, ইশারাকারীর পেছনে সুস্থ ব্যক্তির ইক্তেদা সহীহ নয়। হুজুরের কাছে জানার বিষয় হল, তাহলে কি আমাদের ঐ দিনের নামায সহীহ হয়নি?

উত্তর

ইশারায় সিজদা করে নামায আদায়কারীর পেছনে জমিনে সিজদা করে নামায আদায়ে সক্ষম ব্যক্তির ইকতেদা সহীহ নয়। তাই উক্ত ইমামের পেছনে আদায়কৃত আপনার ঐ ফরয নামায সহীহ হয়নি। পুনরায় তা পড়ে নিতে হবে।

উল্লেখ্য, অসুস্থ ব্যক্তি নিচে বসে জমিনে সিজদা করে নামায পড়লে তার পেছনে অন্যদের ইক্তেদা সহীহ আছে।

Ñকিতাবুল আছল ১/১৮৯; বাদায়েউস সানায়ে ১/৩৫০; আলবাহরুর রায়েক ১/৩৬০; ফাতাওয়া হিন্দিয়া ১/৮৫; রদ্দুল মুহতার ১/৫৮৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন