রবিউল আউয়াল ১৪৪৫ || অক্টোবর ২০২৩

উম্মে হানী - লক্ষীপুর

৬২৭৫. প্রশ্ন

একজন মহিলার ঋতুস্রাব প্রতি ইংরেজি মাসের নয় তারিখ থেকে শুরু হয়ে ষোল তারিখ পর্যন্ত অব্যাহত থাকত। কিন্তু গত মাসে তা বিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকে। এরপর আর আসেনি। জানার বিষয় হল, গত মাসে এই মহিলার ঋতুস্রাব কি আগের নিয়মে ধরা হবে, নাকি পরিপূর্ণ দশ দিন?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে গত মাসে ঐ মহিলার ঋতুস্রাব যেহেতু দশ দিন অতিক্রম করে গেছে, তাই এক্ষেত্রে তার আগের নিয়ম বহাল থাকবে। অর্থাৎ নয় তারিখ থেকে ষোল তারিখ পর্যন্ত হায়েয গণ্য হবে আর ষোল তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত ইস্তেহাযা গণ্য হবে।

Ñকিতাবুল আছল ১/২৮৯; আলমাবসূত, সারাখসী ২/১৬; বাদায়েউস সানায়ে ১/১৫৮; ফাতাওয়া সিরাজিয়্যা, পৃ. ৮; রদ্দুল মুহতার ১/৩০০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন