রবিউল আউয়াল ১৪৪৫ || অক্টোবর ২০২৩

আবদুল হামীদ - বারিধারা, ঢাকা

৬২৭১. প্রশ্ন

আমি এক মাদরাসার বাবুর্চি। রান্নার আগে বড় ডেকচিতে পানি নিই। তারপর সবজি কেটে ধোয়ার জন্য পানিতে ভিজিয়ে রাখি। যার ফলে পানিতে সবজির গন্ধ ভালোভাবেই অনুভূত হয়। মাঝে মাঝে নামাযের সময় কাছে পানি থাকে না। কিছুটা দূরে থাকে। অলসতাবশত পানি আনতে মন চায় না। ওযুর প্রয়োজনে আমি কি ঐ পানি দিয়ে ওযু করতে পারব?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ পানির স্বাভাবিক তরলতা যদি ঠিক থাকে, তাহলে ওযু সহীহ হয়ে যাবে। তবে পরিষ্কার-পরিচ্ছন্ন পানি দ্বারা যে ওযু করা ভালো, তা বলার অপেক্ষা রাখে না।

-আলআজনাস, নাতিফী ১/৪৬; আলমুলতাকাত ফিল ফাতাওয়া, পৃ. ৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২১

         

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন