আবু তালহা - চট্টগ্রাম
৬২৬৮. প্রশ্ন
মুহতারাম মুফতী সাহেবের কাছে কসমের কাফফারা সংক্রান্ত দুটি মাসআলা জানতে চাই।
ক. আর্থিকভাবে কাফফারা আদায়ের সামর্থ্য না থাকায় রোযার মাধ্যমে কসমের কাফফারা আদায়ের ক্ষেত্রে উক্ত রোযাগুলো কি লাগাতারই রাখতে হবে?
খ. এক্ষেত্রে দুয়েকটি রোযা রাখার পর তিনটি রোযা পূর্ণ করার আগেই যদি কাফফারা আদায় করার মতো সামর্থ্য হয়ে যায় তাহলে করণীয় কী?
মাসআলাদ্বয় জানিয়ে বাধিত করবেন।
উত্তর
ক. হাঁ, রোযার মাধ্যমে কসমের কাফফারা আদায় করার ক্ষেত্রে উক্ত তিনটি রোযা লাগাতারই রাখতে হবে। পৃথক পৃথক রাখা যাবে না।
খ. আর্থিক সামর্থ্য না থাকার কারণে রোযার মাধ্যমে কসমের কাফফারা আদায় শুরু করার পর তিনটি রোযা পূর্ণ করার আগে খানা খাওয়ানো বা কাপড় দেওয়ার মাধ্যমে কাফফারা আদায়ের সামর্থ্য হয়ে গেলে সেক্ষেত্রেও রোযা দ্বারা কাফফারা আদায়ের সুযোগ শেষ হয়ে যায়। এরপর বাকি রোযা পূর্ণ করলেও তা দ্বারা কাফফারা আদায় হবে না। বরং তখন রোযা দ্বারা কাফফারা আদায় বাদ দিয়ে অর্থ ব্যয়ের মাধ্যমেই কাফফারা আদায় করতে হবে। -কিতাবুল আছল ২/২৯৪; আলমুহীতুর রাযাবী ৪/৫৬৩; ফাতাওয়া খানিয়া ২/১৯; খুলাসাতুল ফাতাওয়া ২/১২৫; আদ্দুররুল মুখতার ৩/৭২৭