সফর ১৪৪৫ || সেপ্টেম্বর ২০২৩

নাফিসা তামান্না - টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ

৬২৬৭. প্রশ্ন

গত তিন মাস আগে ঘরোয়াভাবে আমার বিয়ে হয়। বিয়ের রাতে আমার স্বামী আমাদের বাড়িতে অবস্থান করে এবং আমাদের বাড়িতেই আমাদের বাসর হয়। পরদিন সে চলে যায়, এরপর আর আসেনি। এ তিন মাসে বিভিন্ন অজুহাতে মোবাইলে আমার নিকট যৌতুক দাবি করে এবং আমার বাবা ও আমাদের পরিবারের ওপর একের পর এক অভিযোগ-আপত্তি তুলতে থাকে। একপর্যায়ে গত সপ্তাহে লিখিতভাবে আমাকে তিন তালাক দিয়ে আমার নিকট তালাকনামা পাঠিয়ে দেয়। এ বিষয়ে তার সাথে মোবাইলে যোগাযোগ করলে মৌখিকভাবেও আমাকে তিন তালাক দেয়।

উল্লেখ্য, যখন আমাদের বাসর হয় তখন আমার পিরিয়ড চলছিল এবং আমাদের মাঝে শারীকি সম্পর্ক স্থাপিত হয়নি।

মুহতারাম হুযুরের নিকট আমার দুটি প্রশ্ন :

১. এমতাবস্থায় কি আমার ইদ্দত পালন করতে হবে?

২. বিয়ের সময় যে মোহর নির্ধারণ করা হয়েছিল, তা কি আমি পাব?

উত্তর

১. প্রশ্নের বর্ণনা অনুযায়ী তালাকদাতার সাথে আপনার শারীরিক সম্পর্ক না হলেও আপনাদের যেহেতু একত্রে নির্জনবাস হয়েছে তাই আপনাকে তালাকের ইদ্দত পালন করতে হবে। সুতরাং আপনার স্বামী যেদিন তালাক দিয়েছে এর পর থেকে পূর্ণ তিনটি মাসিক অতিবাহিত হওয়া পর্যন্ত আপনাকে ইদ্দত পালন করতে হবে।

২. আর আপনাদের মাঝে নির্জবাস হলেও যেহেতু সহবাস হয়নি, তাই আপনি পূর্ণ মোহর পাবেন না; বরং নির্ধারিত মোহরের অর্ধেক পাবেন। -আলজামিউস সাগীর, পৃ. ১৮৬; তুহফাতুল ফুকাহা ২/২৪৪; ফাতাওয়া সিরাজিয়্যাহ, পৃ. ৩৮; আলবাহরুর রায়েক ৩/১৫৫; আদ্দুররুল মুখতার ৩/১২২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন