সফর ১৪৪৫ || সেপ্টেম্বর ২০২৩

আলী আহমাদ - জামালপুর

৬২৫৯. প্রশ্ন

আমাদের মসজিদে যেদিন কুরআন মাজীদের খতম পূর্ণ হবে সেদিন হাফেজ সাহেব তারাবীর নামাযে ঊনিশতম রাকাতে সূরা নাস পর্যন্ত পড়ে ফেলেন। আর বিশতম রাকাতে সূরা বাকারার শুরু থেকে তিলাওয়াত করেন। আমার জানার বিষয় হলতার এই কাজটি কি ঠিক হয়েছে?

উত্তর

হাঁ, হাফেয সাহেবের উক্ত কাজটি ঠিক হয়েছে এবং তা নিয়মসম্মতই হয়েছে। কেননা কুরআন মাজীদ খতম করার ক্ষেত্রে উত্তম পদ্ধতি হল, সূরা নাস পড়ার পর পুনরায় সূরা ফাতেহা ও সূরা বাকারার কিছু অংশ পড়া। তাই ফকীহগণ বলেছেন, নামাযে কুরআন মাজীদ খতম করার ক্ষেত্রে শেষ দুই রাকাতের প্রথম রাকাতে সূরা নাস পর্যন্ত পড়ে পরের রাকাতে সূরা বাকারার শুরুর কিছু অংশ পর্যন্ত পড়া মুস্তাহাব।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৭৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৯৮; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/৭৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৭৯; রদ্দুল মুহতার ১/৫৪৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন