আনাস - ফেনী
৬২৫৮. প্রশ্ন
আমি এক মসজিদের ইমাম। মুহতারাম হুযুরের কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি। আমি কখনো কখনো নামাযে সূরা বায়্যিনাহ তিলাওয়াত করার সময় أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ -এর জায়গায় أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ পড়ে ফেলি।
জানার বিষয় হল, এমন ভুলের কারণে কি নামায নষ্ট হয়ে যাবে? আশা করি সঠিক উত্তর জানিয়ে বাধিত করবেন।
উত্তর
নামাযে أولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ -এর জায়গায় যদি أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ পড়া হয় আর ঐ অংশ পড়ার আগে ওয়াক্ফ করা হয়ে থাকে তাহলে নামায নষ্ট হবে না; কিন্তু যদি এর আগে ওয়াক্ফ না করে আগের অংশের সঙ্গে মিলিয়ে একসাথে পড়া হয়, তাহলে নামায নষ্ট হয়ে যাবে।
প্রকাশ থাকে যে, নামাযে মনোযোগ সহকারে তিলাওয়াত করা উচিত। এবং এমন জায়গা থেকেই তিলাওয়াত করা উচিত, যা ভালোভাবে স্মরণ ও আত্মস্থ আছে। উক্ত সূরা থেকে পড়ার ক্ষেত্রে যেহেতু আপনার প্রায়ই ভুল হয়, তাই আপনার কর্তব্য হবে তা ভালোভাবে মুখস্থ করে নেয়া; নতুবা অন্য জায়গা থেকে পড়া।
-খুলাসাতুল ফাতাওয়া ১/১১৭; আলমুহীতুল বুরহানী ২/৭০; ফাতহুল কাদীর ১/২৮৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৮০; রদ্দুল মুহতার ১/৬৩০