ফাতেমা - খুলনা
৬২৫৭. প্রশ্ন
নামাযে সিজদায় যাওয়ার সময় তৃতীয় রাকাতে বেখেয়ালে আমার মাথা থেকে ওড়না সরে যায় এবং কাঁধ পর্যন্ত নেমে আসে। এমতাবস্থায় আমি দুটি সিজদা করি এবং পরবর্তী রাকাতে দাঁড়িয়ে ওড়না ঠিক করি। জানার বিষয় হল, আমার নামাযটি কি সঠিকভাবে আদায় হয়েছে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ নামাযটি ফাসেদ হয়ে গেছে; তা পুনরায় আদায় করতে হবে। কারণ, নামায অবস্থায় মাথা, কান, গলা- ইত্যাদি কোনো এক অঙ্গের একচতুর্থাংশের বেশি নামাযের কোনো এক রোকন (যেমন, কিয়াম, রুকু, সিজদা) পরিমাণ সময় খোলা থাকলে নামায নষ্ট হয়ে যায়। সুতরাং আপনাকে ঐ নামায পুনরায় আদায় করতে হবে।
প্রকাশ থাকে যে, মাথা থেকে কাপড় পড়ে গেলে এক হাতের সাহায্যে সাথে সাথে তা ঠিক করে নিতে হবে।
-আলমাবসূত, সারাখসী ১/১৯৬; তাবয়ীনুল হাকায়েক ১/২৫৪; ফাতহুল কাদীর ১/২২৬; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৮; আদ্দুররুল মুখতার ১/৪০৮