মুহাম্মাদ আলী হায়দার - ডেমরা, ঢাকা
৬২৫২. প্রশ্ন
গত রমযানে ইতিকাফের সময় একদিন মাগরিবের নামায দাঁড়িয়ে গেলে আমিও তাড়াহুড়া করে জামাতে শরীক হয়ে যাই। সেদিন ইফতারিতে মিষ্টান্নদ্রব্য খাওয়ার সাথে সাথে জামাতে দাঁড়িয়ে যাওয়ায় নামাযের মধ্যেও মুখে তার মিষ্টতা বা স্বাদ পাচ্ছিলাম। মুখে এর কোনো অংশ না থাকা সত্ত্বেও মুখের লালাতে হালকা হালকা মিষ্টতা অনুভব করি এবং তা স্বাভাবিকভাবে আমি এক-দুইবার গিলেও ফেলি।
এখন জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমার উক্ত নামায কি নষ্ট হয়ে গেছে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে নামাযে দাঁড়ানোর সময় মুখে যেহেতু মিষ্টান্নদ্রব্যের কোনো অংশ ছিল না, তাই মুখে শুধু মিষ্টতা অনুভূত হওয়া এবং মিষ্টি লালা গিলে ফেলার দ্বারা আপনার নামায নষ্ট হয়নি; বরং তা সহীহ হয়েছে। তবে এক্ষেত্রে নামাযে দাঁড়ানোর আগে সম্ভব হলে কুলি করে বা পানি পান করে মুখ পরিষ্কার করে নেওয়া উত্তম।
-খুলাসাতুল ফাতাওয়া ১/১২৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৩৬; ফাতহুল কাদীর ১/৩৫৯; মাজমাউল আনহুর ১/১৮৩; রদ্দুল মুহতার ১/৬২৩