সফর ১৪৪৫ || সেপ্টেম্বর ২০২৩

নাফীস - কুমিল্লা

৬২৪৮. প্রশ্ন

গত জুমার সকালে ঢাকা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা হই। রাস্তায় জ্যাম থাকার কারণে পৌঁছতে দেরি হয়। তো আমাদের গ্রামে পৌঁছে দেখি, জুমার নামায প্রায় শেষের দিকে। ওযু করে আসতে আসতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। পরে আমি একাকী দুই রাকাত জুমার নামায আদায় করে নিই। হুজুরের কাছে জানার বিষয় হল-

ক. এমন ক্ষেত্রে জুমার জামাত পাওয়ার উদ্দেশ্যে তায়াম্মুম করার কি সুযোগ আছে?

খ. এক্ষেত্রে একাকী আদায় করার দ্বারা আমার জুমার নামায কি আদায় হয়েছে?

 

উত্তর

ক. জুমার নামায ছুটে যাওয়ার আশঙ্কা হলেও তায়াম্মুম করা সহীহ নয়; বরং ওযু করাই জরুরি। ওযু করে এসে জামাত না পাওয়া গেলে যোহর পড়বে। জামাত ছুটে যাওয়ার আশঙ্কায় তায়াম্মুম করে জুমা পড়লে আদায় হবে না। -কিতাবুল আছল ১/৩০৬; আলমাবসূত, সারাখসী ১/১১৯; বাদায়েউস সানায়ে ১/১৭৭; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৬৩

খ. না, আপনার উক্ত জুমার নামায আদায় হয়নি। কারণ, জুমার নামাযের জন্য জামাত শর্ত। একাকী জুমার নামায পড়লে আদায় হয় না। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু জুমা পাননি এবং তখন আপনি মুকীম ছিলেন তাই সে সময় আপনার ওপর জরুরি ছিল- চার রাকাত যোহর আদায় করা। কিন্তু তা যেহেতু আপনি আদায় করেননি, তাই এখন আপনাকে চার রাকাত যোহরের কাযা পড়ে নিতে হবে। আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন-

مَنْ أَدْرَكَ الْجُمُعَةَ فَهِيَ رَكْعَتَانِ، وَمَنْ لَمْ يُدْرِكْ فَلْيُصَلِّ أَرْبَعًا.

কেউ জুমা (জামাতের কিছু অংশ) পেয়ে গেলে তার নামায দুই রাকাত। (অর্থাৎ এক্ষেত্রে সে জুমার নামায দুই রাকাত পূর্ণ করবে) আর জুমার জামাত না পেলে চার রাকাত (যোহরের নামায) পড়বে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৫৩৭৬) -বাদায়েউস সানায়ে ১/৫৯৭; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/১৪৭; আলমুহীতুর রাযাবী ১/৩৯৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন