সফর ১৪৪৫ || সেপ্টেম্বর ২০২৩

তাওহীদ - ভোলা

৬২৪৬. প্রশ্ন

ভীষণ অসুস্থতার কারণে আমি ওযু করতে সক্ষম নই। তাই তায়াম্মুম করে নামায আদায় করতে হচ্ছে। মুহতারামের কাছে জানার বিষয় হল, তায়াম্মুমে হাত মাসেহ করার সময় আংটির নিচেও কি মাসেহ করা জরুরি? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

হাঁ, হাতে আংটি পরিহিত থাকলে তায়াম্মুমের সময় তা খুলে বা সরিয়ে হলেও আংটির নিচের অংশ মাসেহ করতে হবে। এর নিচের অংশ মাসেহ না করলে তায়াম্মুম হবে না।

-আলমাবসূত, সারাখসী ১/১০৭; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৫; বাদায়েউস সানায়ে ১/১৬৮; আলমুহীতুল বুরহানী ১/২৯৫; আদ্দুররুল মুখতার ১/২৩৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন