সফর ১৪৪৫ || সেপ্টেম্বর ২০২৩

সিয়াম - বেগমগঞ্জ, নোয়াখালী

৬২৪৫. প্রশ্ন

এবার বাড়িতে কবুতর জবাই করার সময় আমার জামায় কিছু রক্ত লেগে যায়। ভালোভাবে ধোয়ার পরও লালচে ভাব থেকে যায়। জানার বিষয় হল, আমার জামা কি পবিত্র হয়ে গেছে, নাকি ঐ লালচে ভাব দূর করা জরুরি? দয়া করে জানালে উপকৃত হতাম।

 

উত্তর

যেহেতু জামাটি পানি দ্বারা ভালোভাবে ধুয়ে নেওয়ার দ্বারা তা থেকে রক্ত দূর হয়ে গেছে তাই তা পবিত্র হয়ে গেছে। এরপর তাতে লালচে ভাব রয়ে গেলেও কোনো সমস্যা নেই।

-মুসনাদে আহমাদ, হাদীস ৮৭৬৭; আলমাবসূত, সারাখসী ১/৯৩; বাদায়েউস সানায়ে ১/২৪৯; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৪৯; আদ্দুররুল মুখতার ১/৩২৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন