মুহাররম ১৪৪৫ || আগস্ট ২০২৩

মুহাম্মদ হুমাইদ - ফেনী

৬২৪২. প্রশ্ন

আজ থেকে প্রায় তিন বছর পূর্বে আমার পিতা ইন্তেকাল করেন এবং দেড় লাখ টাকা মিরাছ রেখে যান। এই টাকাগুলো বণ্টনের ব্যাপারে আমার মায়ের সাথে আলোচনা করার পর তিনি বলেন, তোমার পিতা মৃত্যুর পূর্বে আমাকে বলে গিয়েছেন, এই টাকাগুলো আমার সন্তানদের জন্য ব্যয় করবে। অথচ আমার আব্বুর ওয়ারিশদের মধ্যে আমার দাদা-দাদুও রয়েছেন। অতএব মুফতী সাহেবের নিকট জানতে চাচ্ছি, আমার পিতার এভাবে বলে যাওয়াটা সহীহ হয়েছে কি না? এবং এই টাকা দাদা-দাদুকে না দিয়ে আমাদের ভাই-বোনদের মাঝে বণ্টন করে নেওয়া জায়েয হবে কি না? জানালে কৃতজ্ঞ থাকব।

উত্তর

আপনার বাবার উক্ত দেড় লাখ টাকা সন্তানদের জন্য ব্যয় করার কথাটি একটি ওসিয়ত ছিল। আর ওয়ারিশদের জন্য ওসিয়ত কার্যকর হয় না; যদি না অন্য ওয়ারিশরা তাতে স্বতঃস্ফূর্ত সমর্থন দেন। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বাবার মৃত্যুর পর ঐ টাকা মিরাসের সম্পদ হয়ে গেছে। তার মালিক এখন আপনার পিতার সকল ওয়ারিশ।

সুতরাং ঐ টাকাগুলো আপনার দাদা, দাদি, মা, ভাই-বোনসহ সকল ওয়ারিশদের মধ্যে যার যার নির্ধারিত হিস্যা অনুযায়ী বণ্টন করে দিতে হবে। অবশ্য যদি আপনার দাদা-দাদি এবং আপনার মা এ সম্পদ গ্রহণ না করে আপনার পিতার কথা অনুযায়ী আপনাদেরকেই দিয়ে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা তা গ্রহণ করতে পারবেন।

আদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

لا تجوز الوصية لوارث، إلا أن يشاء الورثة.

অর্থ্যাৎ ওয়ারিশদের জন্য ওসিয়ত কার্যকর নয়। তবে অন্যান্য ওয়ারিশরা যদি অনুমতি দেয় তবে তা বৈধ হবে। (সুনানে দারাকুতনী ৪/৯৭) 

কিতাবুল আছল ৫/৪৪৪; বাদায়েউস সানায়ে ৬/৪৩৪; আলবাহরুর রায়েক ৮/৪০৩; তাবয়ীনুল হাকায়েক ৭/৩৭৭; আদ্দুররুল মুখতার ৬/৬৫৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন