মুহাররম ১৪৪৫ || আগস্ট ২০২৩

মুহাম্মদ তাশরীফ - মুরাদনগর, কুমিল্লা

৬২৩৯. প্রশ্ন

কিছুদিন আগে আমি আমার এক বন্ধুকে ব্যবসা করার জন্য মুযারাবা হিসেবে পাঁচ লক্ষ টাকা দিই। আমাদের এলাকার নিয়ম অনুযায়ী আমি চাচ্ছি, তার কাছ থেকে ওই পাঁচ লক্ষ টাকার বিপরীতে তার কোনো সম্পদ বা জমির কোনো দলীলপত্র বন্ধক হিসেবে রাখতে।

জানার বিষয় হল, মুযারাবায় মূলধনের বিপরীতে অথবা ওই ব্যবসা নিষ্পত্তির সময় মূলধন বুঝিয়ে দিতে কোনো ধরনের সীমালংঘন বা অবহেলা পাওয়া যাওয়ার আশংকায় কোনো কিছু বন্ধক রাখা যাবে কি?

উত্তর

মুযারাবা ব্যবসায় মূলধন মুযারিবের কাছে আমানত হিসেবে থাকে। আর আমানতের বিপরীতে কোনো কিছু বন্ধক রাখা জায়েয নয়। সুতরাং মুযারাবার মূলধনের বিপরীতে বন্ধক রাখা যাবে না।

আলমুহীতুর রাযাবী ৮/৩১২; বাদায়েউস সানায়ে ৫/২০৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন