মুহাররম ১৪৪৫ || আগস্ট ২০২৩

জাহিদ হাওলাদার - বরিশাল

৬২৩৬. প্রশ্ন

আলহামদু লিল্লাহ, আমাদের মসজিদ-মাদরাসা কমপ্লেক্সের ৮ তলা ভবনের কাজ শেষ হয়েছে। জায়গা সংকীর্ণ হওয়ার কারণে নির্মাণের সময়ই মুতাওয়াল্লীসহ আমরা মসজিদ কমিটি সিদ্ধান্ত করি যে, ভবনটির দ্বিতীয় তলা স্থায়ীভাবে মসজিদ থাকবে। সে হিসেবে দ্বিতীয় তলা মসজিদের রূপ দিয়েই তৈরি করা হয়েছে। বর্তমানে সেখানে জুমাসহ পাঁচ ওয়াক্ত নামায জামাতে আদায় করা হচ্ছে এবং সকল মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

জানার বিষয় হল, আমাদের উক্ত মসজিদ শরয়ী মসজিদ হিসেবে গণ্য হবে কি না? এবং সেখানে কেউ ইতিকাফ করলে তার ইতিকাফ শুদ্ধ হবে কি না? আশা করি জানিয়ে বাধিত করবেন।

উত্তর

ভবনটির দ্বিতীয় তলা যেহেতু স্থায়ীভাবে মসজিদের জন্য নির্ধারণ করা হয়েছে। তাই এটি শরয়ী মসজিদ হিসেবে গণ্য হবে এবং তাতে ইতিকাফ করা সহীহ হবে।

প্রকাশ থাকে যে, শরীয়তের দৃষ্টিতে মসজিদ নির্মাণের স্বীকৃত পদ্ধতি হল, জমিনসহ ভবনের ওপর-নিচ পুরোটাই মসজিদের জন্য পৃথকভাবে বরাদ্দ থাকা। কিন্তু জায়গা সংকটের কারণে ভবনের কোনো তলা স্থায়ীভাবে মসজিদের জন্য বরাদ্দ করলে তাও শরয়ী মসজিদের অন্তভুর্ক্ত হয়ে যায় এবং তাতে মসজিদের সকল বিধিবিধানও প্রযোজ্য হয়।

 

আলমুহীতুল বুরহানী ৯/১২৭; তাবয়ীনুল হাকায়েক ৪/২৭২; ফাতহুল কাদীর ৫/৪৪৫; ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৬১; আলইসআফ, পৃ. ২১৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন