মুহাররম ১৪৪৫ || আগস্ট ২০২৩

আফযাল - ঢাকা

৬২২৪. প্রশ্ন

মুহতারাম মুফতী সাহেবের কাছে ঈদের নামায সংক্রান্ত দুটি প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি

(ক) কেউ যদি ঈদের নামাযে ইমামকে প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাতের রুকুতে পায়, তাহলে এক্ষেত্রে তার জন্য করণীয় কী?

(খ) কেউ যদি ঈদের নামাযে এক রাকাত না পায় তাহলে সে বাকি নামায কীভাবে আদায় করবে?

উত্তর

(ক) ঈদের নামাযে ইমামকে প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাতের রুকুতে পেলে করণীয় হল, তাকবীরে তাহরীমা বলে নামায শুরু করার পর রুকুতে যাবে, অতঃপর রুকুতেই হাত উঠানো ব্যতীত অতিরিক্ত তাকবীরগুলো বলবে। এক্ষেত্রে তিন তাকবীর বলার পর রুকুর তাসবীহ পড়ার সময় পেলে তা পড়ে নেবে। আর তিন তাকবীর পূর্ণ করার আগে কিংবা তাকবীর বলার পর তাসবীহ পড়ার আগে ইমাম রুকু থেকে উঠে গেলে সেও উঠে যাবে। অবশ্য নামাযে শরীক হওয়ার পর যদি প্রবল ধারণা হয় যে, দাঁড়িয়ে অতিরিক্ত তাকবীরগুলো বলে ইমামের সাথে রুকুতে শরীক হতে পারবে, তাহলে এক্ষেত্রে তাকবীরে তাহরীমা বলার পর দাঁড়িয়েই অতিরিক্ত তাকবীরগুলো বলে নেবে।

(খ) কেউ যদি ঈদের নামাযে ইমামের সাথে এক রাকাত না পায় তাহলে সে ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে প্রথমে কেরাত পড়বে। অতঃপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবীরগুলো বলবে। এরপর বাকি নামায স্বাভাবিক নিয়মে শেষ করবে। -কিতাবুল আছল ১/৩২২; বাদায়েউস সানায়ে ১/৬২২; ফাতহুল কাদীর ২/৪৬; হালবাতুল মুজাল্লী ২/৫৪৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫১; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৫৮২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন