মুহাররম ১৪৪৫ || আগস্ট ২০২৩

যয়নব বেগম - টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ

৬২২২. প্রশ্ন

আমার প্রতি মাসে ৩ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত আট দিন হায়েয আসে। কিন্তু এ মাসে আমার ২ তারিখ থেকে শুরু হয়ে ৮ তারিখ পর্যন্ত হায়েয আসে। ৯ তারিখ রক্ত বন্ধ হওয়ার পর আমি গোসল করে নামায পড়া শুরু করি। কিন্তু দুই দিন পর ১২ তারিখ থেকে আবার রক্ত শুরু হয় এবং ১৫ তারিখ পর্যন্ত রক্ত চালু থাকে। এই সময় আমি আবার নামায পড়া বন্ধ রাখিহুযুরের কাছে জানতে চাই, এই মাসে আমার কতদিন হায়েয হিসেবে গণ্য হবে।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে ৯ তারিখ স্রাব বন্ধ হওয়ার পর যেহেতু ১২ তারিখ থেকে আবার স্রাব চালু হয়েছে তাই ৯ তারিখ থেকে ১২ তারিখ মাঝের এই তিন দিনও স্রাব চালু থাকার হুকুমে হবে। সুতরাং এখন আপনার পূর্বের অভ্যাস অনুযায়ী তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মোট আট দিন হায়েয ধরা হবে। আর বাকি দিন অর্থাৎ প্রথম যেদিন রক্ত দেখা গেছে সেদিন (দুই তারিখ) এবং ১১ তারিখ থেকে ১৫ তারিখ ইস্তিহাযা গণ্য হবে। অর্থাৎ এ সময়ের নামায পড়তে হবে। সুতরাং ঐ দিনগুলোতে নামায পড়ে না থাকলে তার কাযা করে নিতে হবে।

কিতাবুল আছল ২/১৩; আলমাবসূত, সারাখসী ৩/১৫৪, ৩/১৭৮বাদায়েউস সানায়ে ১/১৫৮; রদ্দুল মুহতার ১/২৯০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন