যিলহজ্ব ১৪৪৪ || জুলাই ২০২৩

মুহাম্মাদ ইবনে আলী - কুমিল্লা

৬২১৫. প্রশ্ন

আমি একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করি। প্রতিষ্ঠানের বিভিন্ন ভবনের ওযুখানা, গোসলখানা, বারান্দাসহ বিভিন্ন জায়গায় কখনো এক, দুই বা পাঁচ টাকার কয়েন বা পাঁচ-দশ টাকার নোট কয়েক দিন যাবৎ পড়ে থাকে। আমি এগুলো উঠিয়ে এক জায়গায় জমা করেছি। সব মিলে দুই-তিন শত টাকার মত হয়েছে। আমাদের মাদরাসায় একটি দাওয়াতী ফান্ড আছে। ঐ ফান্ডের জমাকৃত টাকা দ্বারা সাধারণত দাওয়াহ বিভাগের পাঠাগারের জন্য কোনো বই কেনা হয় বা ফটোকপি করা হয়। কখনো কখনো ঐ বিভাগের দাঈদেরকে কোথাও দাওয়াতী কাজে পাঠালে তাদের আসা-যাওয়া ও খাবারের খরচ ঐ ফান্ড থেকে দেওয়া হয়। আমি ঐ কুড়ানো টাকাগুলো ঐ ফান্ডে দিতে চাচ্ছি।

মুহতারামের কাছে জানতে চাচ্ছি ঐ টাকাগুলো কি ঐ ফান্ডে দিতে পারব?

উত্তর

কুড়ানো টাকার মালিক না পাওয়া গেলে নিয়ম হল তা গরীবদেরকে সদকা করে দেওয়া। তাই কুড়ানো টাকাগুলো প্রশ্নোক্ত ফান্ডে দিতে পারবেন না। হাঁ, দাঈদের মধ্যে যাকাত গ্রহণ করতে পারে- এমন গরীব কেউ থাকলে তাকে উক্ত টাকা দিতে পারবেন।

-মুসান্নাফে আব্দুর রায্যযাক, বর্ণনা ১৮৬৩০; কিতাবুল আছল ৯/৫০৫; শরহু মুখতাসারিত তাহাবী ৪/৫৫; বাদায়েউস সানায়ে ৫/২৯৯;  ফাতহুল কাদীর ৫/২৫৮; ফাতাওয়া হিন্দিয়া ২/২৯১; আদ্দুররুল মুখতার ৫/১৭৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন