ইবরাহীম শিকদার - গৌরিপুর, কুমিল্লা
৬২০৮. প্রশ্ন
আমাদের দুই ভাইয়ের একটি এজমালী জমি আছে। জমিটির পরিমাণ ২০ কাঠা। আমরা এখনো জমিটি ভাগ করিনি। আমরা ওই জমিটি একসাথে চাষাবাদ করি। এখন হঠাৎ করে আমার দুই লক্ষ টাকার খুব দরকার হয়েছে। আমি ওই শরীকানা এজমালী জমিটির ১০ কাঠা একজনের কাছে বন্ধক রেখে তার কাছ থেকে ২ লক্ষ টাকা ঋণ নিতে চাচ্ছি।
প্রশ্ন হল, আমাদের উক্ত শরীকানা এজমালী জমিটি থেকে আমি কি ১০ কাঠা জমি কারো কাছে বন্ধক রাখতে পারব? এক্ষেত্রে শরীয়তের বিধান কী?
উত্তর
এজমালী সম্পত্তি বণ্টনের পূর্বে কারো কাছে বন্ধক রাখা জায়েয নয়। সুতরাং আপনাদের উক্ত শরীকানা জমি এজমালী থাকাবস্থায় আপনার অংশ পরিমাণও বন্ধক রাখতে পারবেন না। বরং এজমালী জমি বণ্টন পূর্বক নিজের অংশ বুঝে নেওয়ার পর আপনি চাইলে তা বন্ধক রাখতে পারবেন।
-কিতাবুল আছল ৩/১৩৫; বাদায়েউস সানায়ে ৫/২০০; ফাতাওয়া খানিয়া ৩/৫৯৯; তাবয়ীনুল হাকায়েক ৭/১৪৩; রদ্দুল মুহতার ৬/৪৮৯