যিলহজ্ব ১৪৪৪ || জুলাই ২০২৩

নেয়ামতুল্লাহ - ফরিদপুর

৬২০৭. প্রশ্ন

সেদিন আমার এক প্রতিবেশী থেকে আমি একটি মুরগি ক্রয় করি। বাড়িতে এনে মুরগিটি জবাই করলে তার পেটের মধ্যে একটি স্বর্ণের নাকফুল পাই।

মুহতারামের কাছে জানতে চাই যে, উক্ত নাকফুলটির কী হুকুম? আমি কি সেটার মালিক হব, না বিক্রেতাকে তা ফিরিয়ে দিতে হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে মুরগি ক্রয় করার দ্বারা আপনি নাকফুলটির মালিক হবেন না; বরং নাকফুলটি তার মালিকের। এখন তা যদি বিক্রেতার হয় তাহলে তা বিক্রেতাকে দিয়ে দিতে হবে। আর যদি বিক্রেতাও এর প্রকৃত মালিক না হয় তাহলে মূল মালিকের সন্ধান করতে চেষ্টা করবে। যদি অবশেষে মালিকের সন্ধান পাওয়াই না যায় তাহলে কোনো গরীবকে মালিকের পক্ষ থেকে এটি সদকা করে দেবে।

-ফাতাওয়া খানিয়া ২/২৪৮; আলমুহীতুল বুরহানী ৮/১৭২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ৩/১৫০; আলবাহরুর রায়েক ৫/২৯৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন