হাসান জামিল - খুলনা
৬২০৪. প্রশ্ন
পরিচিত এক লোককে আমি ব্যবসা করার জন্য চার লক্ষ টাকা দিয়েছি। তার সাথে চুক্তি হয়েছে এভাবে- সে আমাকে উক্ত ব্যবসার লাভের ৪০% দিবে। বাকিটা তার থাকবে। কিন্তু বর্তমানে তো মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন। টাকা মেরে দেওয়ার ঘটনা নিয়মিতই ঘটে। তাই এক্ষেত্রে নিশ্চয়তার জন্য আমি যদি তার কাছ থেকে কিছু জিনিস বন্ধক হিসেবে রাখি, তাহলে কি তা আমার জন্য জায়েয হবে? এর দ্বারা উদ্দেশ্য হল, সে যদি কখনো আমার টাকা মেরে দেয়, তখন আমি যাতে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হই। তাই এ বিষয়ে সঠিক সমাধানের অনুরোধ রইল।
উত্তর
একজনের পুঁজি অন্যজনের শ্রমের ভিত্তিতে অংশিদারী কারবারকে মুযারাবা কারবার বলে। মুযারাবা কারবারে পুঁজি বিনিয়োগকারীর জন্য ব্যবসা পরিচালনাকারী (মুযারিব) থেকে পুঁজির বিপরীতে কোনো কিছু বন্ধক গ্রহণ করা জায়েয নয়। কেননা, মুযারাবা ব্যবসায় বিনিয়োগকৃত টাকা মুযারিবের কাছে আমানত হিসেবে থাকে। আর আমানতের বিপরীতে বন্ধক গ্রহণ বৈধ নয়। সুতরাং প্রশ্নোক্ত কারবারটিতে আপনি ব্যবসা পরিচালনাকারী থেকে বন্ধক হিসেবে কোনো কিছু গ্রহণ করতে পারবেন না।
উল্লেখ্য, মুযারাবা ব্যবসার টাকা এমন ব্যক্তির কাছেই বিনিয়োগ করা উচিত, যার আমানতদারির ব্যাপারে পূর্ণ আস্থা রয়েছে।
-আলমুহীতুর রাযাবী ৮/৩১২; বাদায়েউস সানায়ে ৫/১১৪; আলহাবিল কুদসী ২/৯৮; তাকমিলাতুল বাহরির রায়েক ৮/২৪৪; আদ্দুররুল মুখতার ৬/৪৯২