বেলাল - নেত্রকোণা
৬১৯৯. প্রশ্ন
কিছুদিন আগে আমি চাকরির জন্য একটি পরীক্ষায় অংশগ্রহণ করি। তখন আমি মান্নত করেছিলাম, যদি আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হই তাহলে বিশ হাজার টাকা গরীব-মিসকীনদেরকে সদকা করব। এরপর আলহামদু লিল্লাহ আমি পরীক্ষায় উত্তীর্ণ হই। এদিকে আমার এক প্রতিবেশী আছে, যে খুবই দরিদ্র ও সৎলোক। হঠাৎ সে একটি রোগে আক্রান্ত হয়ে গেছে। এখন তার বেশ কিছু টাকার প্রয়োজন। তাই আমি চাচ্ছি, মান্নতের বিশ হাজার টাকা পুরোটাই তাকে দিয়ে দেব।
হুজুরের কাছে জানতে চাই, আমি যদি কেবল এই একজনকেই পুরো টাকাটা দিয়ে দেই তাহলে কি আমার মান্নত পুরা হবে? অন্যথায় কমপক্ষে কতজন গরীব-মিসকিনের মাঝে উক্ত টাকা বিলাতে হবে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে মান্নতের বিশ হাজার টাকা একজন গরীবকে দিয়ে দিলেও মান্নত পুরা হয়ে যাবে। কেননা নির্দিষ্ট পরিমাণ অর্থ বা বস্তু একাধিক গরীবকে দেওয়ার মান্নত করলেও ঐ পরিমাণ একজন গরীবকে দিয়ে দিলেও মান্নত আদায় হয়ে যায়।
-উয়ূনুল মাসায়িল, পৃ. ৪৩; বাদায়েউস সানায়ে ৪/২৩৫; আলমুহীতুর রাযাবী ৪/৫৪০; ফাতাওয়া তাতারখানিয়া ৬/২৮৫ ও ২৮৭; আলবাহরুর রায়েক ৪/২৯৬; রদ্দুল মুহতার ৩/৭৪১