যিলহজ্ব ১৪৪৪ || জুলাই ২০২৩

সাঈদ মাহমুদ - দৌলতপুর, মানিকগঞ্জ

৬১৯৮. প্রশ্ন

আমার বাবা ইন্তেকালের পূর্বে তাঁর ছুটে যাওয়া কিছু নামাযের ফিদইয়ার ওসিয়ত করেছিলেন। এদিকে আমাদের একজন প্রতিবেশী আছেন, যিনি বিধবা এবং অত্যন্ত দরিদ্র। তাই আমার আম্মা উক্ত প্রতিবেশীকে কয়েকটি ফিদইয়ার টাকা একসাথে দেওয়ার কথা বলছেন। মুহতারাম হুযুরের কাছে জানার বিষয় হল, একজনকে কি একাধিক ফিদইয়া দেওয়া জায়েয হবে? বিষয়টি জানালে উকপৃত হব।

 

উত্তর

হাঁ, একজনকে একাধিক ফিদইয়া একত্রে দেওয়াও জায়েয আছে। সুতরাং উক্ত বিধবা মহিলাকে একাধিক ফিদইয়া একসাথে দেওয়া যাবে।

-আততাজনীস ওয়াল মাযীদ ২/৮৫; আলবাহরুর রায়েক ২/৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৫; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৪৮৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন