আবুল কাশেম আকন্দ - লৌহজং, মুন্সিগঞ্জ
৬১৯৬. প্রশ্ন
আমাদের মহল্লার মসজিদে আযানের ব্যবস্থা মসজিদের ভেতরে রাখা হয়েছে এবং শুরু থেকেই মুআযযিন মসজিদের ভেতর থেকে আযান দিয়ে আসছেন। গতকাল মসজিদে একটি তাবলীগ জামাত আসে। ঐ জামাতের জিম্মাদার আমাদেরকে বললেন, আপনারা আযানের ব্যবস্থাটা মসজিদের বাইরে করলে ভালো হত। কারণ মসজিদের ভেতর থেকে আযান দেওয়া মাকরূহ। আমরা হুজুরের কাছে বিষয়টির সঠিক সমাধান জানতে চাচ্ছি।
উত্তর
আযানের ক্ষেত্রে সালাফের পদ্ধতি ছিল, মসজিদের বাইরে কোনো উঁচু স্থান বা মিনার থেকে আযান দেওয়া। এ ব্যাপারে অনেক হাদীস ও আসার রয়েছে। যেমন, নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীয়া রা. বলেন-
كَانَ بَيْتِي مِنْ أَطْوَلِ بَيْتٍ حَوْلَ الْمَسْجِدِ وَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ عَلَيْهِ الْفَجْرَ.
মসজিদে নববীর নিকটবর্তী বাড়িগুলোর মধ্যে আমার বাড়ি ছিল সবচেয়ে উঁচু। বেলাল রা. সেখানে উঠে ফজরের আযান দিতেন। (সুনানে আবু দাউদ, বর্ণনা ৫১৯)
আবদুল্লাহ ইবনে শাকীক রাহ. বলেন-
مِنَ السُّنَّةِ الأَذَانُ فِي الْمَنَارَةِ، وَالإِقَامَةُ فِي الْمَسْجِدِ.
সুন্নাহ হচ্ছে আযান মিনার থেকে দেওয়া এবং ইকামত মসজিদের ভেতর দেওয়া। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৩৪৫)
এসব হাদীস-আসারের কারণে ফকীহগণও উঁচু স্থান বা মিনার থেকে আযান দেওয়াকে সুন্নত বলেছেন। এবং মসজিদের ভেতর আযান দেওয়াকে মাকরূহ বলেছেন। অবশ্য ফকীহগণ বলেছেন, মসজিদের ভেতর আযান দেওয়া মাকরূহ হওয়ার মূল কারণ হল, আওয়াজ দূরে না পৌঁছা। কিন্তু বর্তমানে যেহেতু সাধারণত মাইকে আযান দেওয়া হয়। আর এক্ষেত্রে মসজিদের ভেতর থেকে আযান দিলেও আওয়াজ দূর দূরান্তে পৌঁছে যায়। তাই এভাবে মসজিদের ভেতর মাইকে আযান দিলে তা মাকরূহ হবে না। তবে আমলটি যাতে সালাফের তরীকার সাথে সামঞ্জস্যশীল হয় এজন্য মাইকে আযান দিলেও মসজিদের বাইরে থেকে আযান দেওয়াই উত্তম হবে। এবং এটি এভাবেও সম্ভব যে, মাইকের জন্য মসজিদের সঙ্গেই আলাদা কামরা থাকবে। মুআযযিন সেখান থেকে আযান দেবে।
-মুসান্নাফে ইবনে আবী শায়বা, বর্ণনা ২৩৪৫; কিতাবুল আছল ১/১১৫, ১১৯; আলগায়া, সারুজী ২/২২৭; রদ্দুল মুহতার ১/৩৮৪; ইলাউস সুনান ২/১৪০, ৮/৮৬; ইমদাদুল মুফতীন ৩/৯৩