যিলকদ ১৪৪৪ || জুন ২০২৩

খালেদ মাহমুদ - সাভার, ঢাকা

৬১৮২. প্রশ্ন

আমাদের একটি ইলেক্ট্রনিক্সের দোকান আছে। এ দোকানে আমরা বিভিন্ন কোম্পানীর ফ্রিজ, এসি, ফ্যান ইত্যাদি বিক্রি করে থাকি। আমাদের দোকানের উল্লিখিত পণ্যগুলোর কোনো কোনোটিতে কোম্পানির পক্ষ থেকে গ্যারান্টি অথবা ওয়ারেন্টি দেওয়া থাকে। তাই আমরা উক্ত ওয়ারেন্টি ও গ্যারান্টি সহকারেই পণ্য বিক্রি করে থাকি।

মুহতারামের কাছে জানার বিষয় হল, এভাবে গ্যারান্টি অথবা ওয়ারেন্টি সহকারে পণ্য বিক্রি করা কি জায়েয আছে?

উত্তর

হাঁ, গ্যারান্টি এবং ওয়ারেন্টি সহকারে পণ্য ক্রয়-বিক্রয় জায়েয আছে। এতে অসুবিধা নেই। এক্ষেত্রে কোম্পানির কর্তব্য হল, ক্রেতার সাথে তার কৃত প্রতিশ্রম্নতি পূর্ণ করা। আর ক্রেতাও ওয়ারেন্টি ও গ্যারান্টির শর্তগুলো রক্ষা করবে।

আলমুহীতুল বুরহানী ৯/৩৯৩; আলবাহরুর রায়েক ৬/৮৮; শরহুল মাজাল্লাহ, আতাসী ২/৬৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন