যিলকদ ১৪৪৪ || জুন ২০২৩

রেজাউল হক - খুলনা

৬১৮১. প্রশ্ন

আমি জনৈক ব্যক্তিকে ব্যবসার জন্য কিছু টাকা প্রদান করার ইচ্ছা করেছি। কিন্তু লোকটি খুব একটা বিশ্বস্ত নয়। তাই আমার এক ছেলেকে ব্যবসার কাজে সহযোগী হিসেবে তার সাথে রাখতে চাই এবং আমরা ব্যবসার লভ্যাংশ নিম্নোক্ত পদ্ধতিতে বণ্টন করতে চাই। আমার জন্য ৪৫%, মুযারিবের (অর্থাৎ যে ব্যবসা করবে তার) জন্য ৪০% এবং আমার ছেলের জন্য ১৫%। এখন হুজুরের কাছে প্রশ্ন হল, আমার ছেলেকে মুযারিবের সহযোগী হিসেবে রাখতে পারব কি না? এবং তার জন্য ব্যবসার লাভের অংশ নির্ধারণ করা বৈধ হবে কি না? জানালে উপকৃত হব।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ছেলেকে উক্ত ব্যবসায়ীর সহযোগী হিসাবে রাখতে পারবেন এবং তার জন্য শতকরা হারে লভ্যাংশ নির্ধারণ করাও বৈধ হবে। এক্ষেত্রে মূল মুযারিবের সাথে সেও মুযারিব হিসাবে গণ্য হবে এবং মুযারাবার যাবতীয় বিধানাবলি তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

আলমুহীতুল বুরহানী ১৮/১৪৮; আলমুহীতুর রাযাবী ৬/১৪৭; তাবয়ীনুল হাকায়েক ৫/৫৪১; আদ্দুররুল মুখতার ৫/৬৫৪; রদ্দুল মুহতার ৫/৬৫৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন