যিলকদ ১৪৪৪ || জুন ২০২৩

শামীম - ঢাকা

৬১৬৭. প্রশ্ন

গতকাল আমাদের মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাযে তাকবীরে তাহরীমার পর ভুলবশত জোরে ছানা পড়ে ফেলেন। এবং নামায শেষে সাহু সিজদা না করেই সালাম ফিরিয়ে ফেলেন। আমরা জানি, নামায যদি সাহু সিজদা ওয়াজিব হওয়ার  মতো কোনো ভুল হয়, আর সাহু সিজদা না করে সালাম ফিরিয়ে ফেলে তাহলে ঐ নামাযটি পুনরায় পড়তে হয়।

জানার বিষয় হল, ইমাম সাহেব যেহেতু ভুলবশত জোরে ছানা পড়ার পরেও নামায শেষে সাহু সিজদা করেননি তাই এখন কি আমাকে গতকালের ঐ নামাযটি পুনরায় পড়ে নিতে হবে?

উত্তর

নামাযে ভুলবশত ছানা জোরে পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হয় না। তাই উক্ত নামাযে ইমাম সাহেব সাহু সিজদা না করে ঠিকই করেছেন। ঐ নামায আদায় হয়ে গেছে।

ফাতাওয়া সিরাজিয়্যাহ, পৃ. ১৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৯৬; আলবাহরুর রায়েক ২/৯৭; হালবাতুল মুজাল্লী ২/৪৩৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৫১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন