মুহাম্মাদ এহসানুল হক - কচুয়া, চাঁদপুর
৬১৫৯. প্রশ্ন
গত কুরবানী ঈদের আগে কুরবানী করার উদ্দেশ্যে একটি ছাগল ক্রয় করি। কিন্তু ঈদের আগের দিন বিকালে হঠাৎ আমার বাবা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। তখন বাবাকে হাসপাতালে নিয়ে ভর্তি করি। বাবার অবস্থা তখন দ্রুত অবনতির দিকে চলে যেতে থাকে। ঈদের চতুর্থ দিন তিনি হাসপাতালের আইসিওতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। এসব ঝামেলার কারণে ঈদের দিনগুলোতে ছাগলটি কুরবানী করতে পারিনি। জানতে চাই, এখন আমার করণীয় কী? ছাগলটি দিয়ে এখন আমি কী করব?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত ছাগলটি জীবিত সদকা করে দিতে পারেন অথবা এর ন্যায্যমূল্যও সদকা করে দিতে পারেন। এভাবে সদকা করে দিলে আপনার কুরবানীর ওয়াজিব আদায় হয়ে যাবে।
—ফাতাওয়া খানিয়া ৩/৩৪৬; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৭৮; আলইনায়া ৮/৪৩২; তাকমিলাতুল বাহরির রায়েক ৮/১৭৪; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/১৬৪