যুননূন মিয়াঁ - মোমেনশাহী
৬১৫২. প্রশ্ন
এক মহিলার বিবাহ হয় এবং স্বামীর সাথে ঘর-সংসার হয়; কিন্তু কোনো সন্তান হয়নি। কিছুদিন পর মহিলাকে তার স্বামী তালাক দিয়ে দেয়। ইদ্দত শেষ হওয়ার পর মহিলার দ্বিতীয় বিবাহ হয়। দ্বিতীয় স্বামী থেকে তার একটি মেয়ে সন্তান জন্মলাভ করে।
জানার বিষয় হল, এ মেয়েটি তার মায়ের প্রথম স্বামীর মাহরাম হবে কি না এবং বড় হওয়ার পর তার সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে কি না?
উত্তর
মেয়েটি তার মায়ের প্রথম স্বামীর মাহরাম গণ্য হবে। কেননা মেয়েটির মার সাথে তার প্রথম স্বামীর মিলন হয়েছে। তাই উক্ত মহিলার গর্ভজাত মেয়ে অন্য স্বামী থেকে হলেও প্রথম স্বামীর জন্য নিজ স্ত্রীর গর্ভজাত সন্তান হওয়ার কারণে সে তার মাহরামের অন্তভুর্ক্ত। কুরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন—
وَ رَبَآىِٕبُكُمُ الّٰتِیْ فِیْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآىِٕكُمُ الّٰتِیْ دَخَلْتُمْ بِهِنَّ .
(তোমাদের জন্য হারাম করা হয়েছে) ... তোমাদের এমন স্ত্রীদের গর্ভজাত কন্যা, যেই স্ত্রীদের সাথে তোমাদের সহবাস হয়েছে। [সূরা নিসা (৪) : ২৩]
—তাফসীরে কাবীর, ইমাম রাযী ১০/৩৪; কিতাবুল আছল ৪/৩৬১; বাদায়েউস সানায়ে ২/৫৩৭; ফাতাওয়া খানিয়া ১/৩৬২; আলবাহরুর রায়েক ৩/১০১; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৪