মুহাম্মাদ রিয়াজুল ইসলাম - কোর্টপাড়া, কুষ্টিয়া
৬১৪৯. প্রশ্ন
গত বছর বাবা মারা গেলে তার সমুদয় সম্পত্তি শরয়ী পন্থায় বণ্টিত হয়। ভাইদের মধ্যে আমি সবার বড় এবং সকলের ছোটজন নাবালেগ, ৯ বছর বয়স। তার প্রাপ্ত সম্পদ (যা নেসাব পরিমাণ)-এর রক্ষণাবেক্ষণ আমি করে থাকি। হুজুরের নিকট প্রশ্ন হল, আমার এ নাবালেগ ভাইয়ের সম্পদে কি যাকাত ও সদাকাতুল ফিতর আবশ্যক? তা থেকে কি যাকাত-সদকা আদায় করতে হবে? জানালে উপকৃত হব।
উত্তর
নাবালেগের ওপর যাকাত ফরয নয়। তাই আপনার নাবালেগ ভাইয়ের সম্পদের যাকাত দিতে হবে না। কিন্তু সদাকাতুল ফিতর নাবালেগের সম্পদেও ওয়াজিব হয়। তাই তার সম্পদ থেকে সদাকাতুল ফিতর আদায় করতে হবে। অবশ্য আপনি তার সদাকাতুল ফিতর আপনার সম্পদ থেকে আদায় করে দিলেও আদায় হয়ে যাবে।
—কিতাবুল আছল ২/১৭৬; আলমুহীতুর রাযাবী ১/৫২০ ও ৫৭০; আলবাহরুর রায়েক ২/২০২ ও ২৫৬; খিযানাতুল আকমাল ১/২৮৩; বাদায়েউস সানায়ে ২/৭৯; রদ্দুল মুহতার ২/৩৫৯ ও ৩৬৩