শাওয়াল ১৪৪৪ || মে ২০২৩

মুহাম্মাদ আলী হোসেন - যাত্রাবাড়ি, ঢাকা

৬১৪৭. প্রশ্ন

যাত্রাবাড়িতে আমার একটি পানি শোধন করার ফ্যাক্টরি আছে। সেখানে আমি সরকারি নিয়ম-কানুন বজায় রেখে ওয়াসার পানি ক্রয় করে শোধন করি এবং জারে করে বিভিন্ন দোকানে বিক্রি করে থাকি। প্রতিদিন আমাকে অনেক পানি শোধন করতে হয়। যাকাতবর্ষ পূর্তির দিন দেখা যায়, জারের মধ্যে অনেক শোধনকৃত পানি আমার ফ্যাক্টরিতে থাকে।

এখন জানার বিষয় হল, যাকাতবর্ষ পূর্ণ হলে অন্যান্য মালের সাথে ঐ জারের পানিগুলোরও কি হিসাব করে যাকাত দিতে হবে? জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

আপনি যেহেতু ওয়াসার পানি ক্রয় করে শোধন করে তা বিক্রি করেন, সেহেতু এই পানি আপনার ব্যবসার পণ্য। সুতরাং ব্যবসার অন্যান্য সম্পদের মত যাকাতবর্ষ শেষে এর যাকাত দিতে হবে।

মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১০৫৫৭; কিতাবুল আছল ১/৯৭; শরহু মুখতাসারিত তাহাবী ২/২৩৭; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৬৬; আদ্দুররুল মুখতার ২/২৬৭; রদ্দুল মুহতার ২/২৬৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন