শাওয়াল ১৪৪৪ || মে ২০২৩

রায়হান মাহমুদ - ডেমরা, ঢাকা

৬১৪২. প্রশ্ন

আমরা জানি, মুসাফির যদি চার রাকাতবিশিষ্ট ফরয নামাযে কোনো মুকীমের ইকতিদা করে তাহলে তার জন্য চার রাকাত পূর্ণ করা আবশ্যক হয়ে যায়। এ সম্পর্কে হুযুরের কাছে আমার জানার বিষয় হল, যদি কোনো মুসাফির চার রাকাতবিশিষ্ট ফরয নামাযে মুকীমের ইকতিদা করার পর কোনো কারণে উক্ত নামায ফাসেদ সাব্যস্ত হয় তাহলে তার কাযা সে কয় রাকাত আদায় করবে? দুই রাকাত, না চার রাকাত? জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে সে মুসাফির অবস্থার উক্ত নামাযের কাযা দুই রাকাতই আদায় করবে। কেননা তার ওপর চার রাকাত আবশ্যক হয়েছিল মুকীমের ইকতিদা করার কারণে। পরে যেহেতু সেই ইকতিদা ফাসেদ সাব্যস্ত হয়েছে, তাই মুসাফিরের ওপর আসল যে ফরয ছিল তা-ই কাযা আদায় করতে হবে।

কিতাবুল আছল ১/২৫৫; আলমাবসূত, সারাখসী ১/২৪৭; আলমুহীতুল বুরহানী ২/৪০৪; মাজমাউল আনহুর ১/২৪২; আলবাহরুর রায়েক ২/১৩৪; রদ্দুল মুহতার ২/১৩০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন