শাওয়াল ১৪৪৪ || মে ২০২৩

সানাউল্লাহ - ঢাকা

৬১৩৮. প্রশ্ন

আমার স্ত্রীর ২৭ তম দিনে গর্ভপাত হয়। এতে একটি গোশতের টুকরো বের হয়ে আসে। তাতে কোনো অঙ্গ প্রকাশ পায়নি। এর পর থেকে এক দিনের বেশি হল রক্ত আসছে। এখন এ রক্ত কি নেফাস হিসাবে গণ্য হবে? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু কোনো অঙ্গ প্রকাশ পায়নি তাই উক্ত গর্ভটি নষ্ট হওয়া পরবর্তী রক্ত নেফাস নয়; বরং এই স্রাব যদি তিন দিন দীর্ঘায়িত হয় এবং তা শুরু হওয়ার আগে ১৫ দিন পবিত্র অবস্থায় কাটে তাহলে এই স্রাব হায়েযের রক্ত হিসেবে গণ্য হবে। তবে যদি বর্তমান স্রাব তিন দিন দীর্ঘায়িত না হয় তাহলে ইস্তিহাযার রক্ত হিসেবে গণ্য হবে। এমতাবস্থায় হায়েয মনে করে ছেড়ে দেওয়া নামাযগুলোর কাযা করতে হবে।

বাদায়েউস সানায়ে ১/১৬১আলমুহীতুল বুরহানী ১/৪৭০; আলবাহরুর রায়েক ১/২১৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৭; আদ্দুররুল মুখতার ১/৩০২; রদ্দুল মুহতার ১/৩০২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন