শাওয়াল ১৪৪৪ || মে ২০২৩

উম্মে মুহাম্মাদ - দৌলতপুর, কুষ্টিয়া

৬১৩৭. প্রশ্ন

ক) সাধারণত প্রতি মাসে আমার টানা ৭ দিন হায়েয থাকে। কিন্তু কোনো কোনো মাসে ৩/৪ দিন অতিবাহিত হওয়ার পর স্রাব বন্ধ হয়ে যায়। ১/২ দিন পর আবার চালু হয়ে সপ্তম দিন পর্যন্ত থাকে। তো মাঝের এই ১/২ দিন পর আমার করণীয় কী?

খ) গত মাসে প্রথমে ৪ দিন স্রাব আসার পর ২ দিন বন্ধ থাকে। এরপর আবার ৩ দিন স্রাব এসে শেষ হয়ে যায়। এমতাবস্থায় গত মাসে কত দিন হায়েয গণ্য হবে?

উত্তর

ক) প্রশ্নোক্ত ক্ষেত্রে হায়েয শুরু হওয়ার ৩/৪ দিন পর যে ওয়াক্তে স্রাব বন্ধ হয়ে যাবে ঐ ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে আপনি নামায পড়ে নেবেন। এক্ষেত্রে সাধারণ মেয়াদ অর্থাৎ ৭ দিন পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। অতঃপর ১/২ দিন পর যদি আবার স্রাব শুরু হয় তখন নামায বন্ধ রাখবেন। আর আপনার সাধারণ নিয়ম যেহেতু ৭ দিন তাই স্রাব আগে আগে বন্ধ হয়ে গেলেও সপ্তম দিন পর্যন্ত স্বামী-স্ত্রী মিলন থেকে বিরত থাকতে হবে। কিতাবুল আছল ১/২৯১; আলহাবিল কুদসী ১/১৩৬; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩১; আলগায়া, আবুল আব্বাস সারুজী ১/৬৫০

) গতমাসে ঋতুস্রাব শুরু হওয়ার পর যেহেতু ১০ দিন অতিক্রম করেনি, বরং এর পূর্বেই নবম দিনে স্রাব বন্ধ হয়ে গেছে তাই এক্ষেত্রে মাঝে দুই দিন বন্ধ থাকলেও পুরো ৯ দিনই হায়েয গণ্য হবে।  কিতাবুল আছল ১/২৮৮; আলমাবসূত, সারাখসী ২/১৬ফাতাওয়া হিন্দিয়া ১/৩৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন