মুহাম্মাদ আশরাফ - মুহাম্মাদপুর, ঢাকা
৬১৩২. প্রশ্ন
সেলিমের একটি পোশাক তৈরির কারখানা ও মেশিনারিজ আছে। করিম তার সাথে চুক্তি করল, সেলিমের কারখানায় সে পোশাক তৈরি করবে। সুতা কেনা, কর্মচারীর বেতন ও অন্যান্য যাবতীয় খরচ করিম বহন করবে। আর যা লাভ হবে তা দুইজনের মধ্যে অর্ধাঅর্ধি হারে বণ্টন হবে। মুহতারামের কাছে জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে এই চুক্তি সহীহ হয়েছে কি না?
উত্তর
প্রশ্নের বর্ণনায় মনে হচ্ছে, কারখানা ও জমিন সেলিমের মালিকানায় রেখেই করিম তাতে উৎপাদন করতে চাচ্ছে। আর করিমের মূলধনও তার একারই থাকবে। শুধু লাভ দুইজনের মধ্যে ভাগাভাগি হবে। এক্ষেত্রে কারবারটি শিরকত বা মুযারাবা হবে না (যে কারবারগুলোতে লাভ ভাগাভাগি করা হয়); বরং তা শরীয়তের ইজারানীতির আওতাভুক্ত হবে, যাতে কারো জমি, কারখানা ইত্যাদি অন্যকে ভাড়া দেওয়া হয়। আর ভাড়াচুক্তিতে ভাড়া সুনির্ধারিত হওয়া জরুরি। কিন্তু প্রশ্নোক্ত ক্ষেত্রে কারখানা ও মেশিনারিজের কোনো ভাড়া সুনির্ধারিত করা হয়নি। তাই এই চুক্তিটি সহীহ হয়নি। চুক্তিটি সহীহভাবে করতে চাইলে কারখানা ও মেশিনারিজের ভাড়ার পরিমাণ ঠিক করে নিতে হবে। আর ব্যবসার লাভ-লোকসান যাই হোক, তা করিম একা ভোগ করবে।
—কিতাবুল আছল ৪/১৪২; ফাতাওয়া খানিয়া ৩/৬২৫; আলমুহীতুর রাযাবী ৬/১১১; আলমুহীতুল বুরহানী ১১/২১৭; রদ্দুল মুহতার ৪/৩২৬