আশরাফ - রংপুর
৬১১৮. প্রশ্ন
আমার নানা এ বছর রমযানে শারীরিক অসুস্থতার কারণে আমাদের গ্রামের জামে মসজিদে ইতিকাফ না করে বাড়ির পাশে পাঁচ ওয়াক্ত নামায হয়— এমন একটি মসজিদে ইতিকাফ করেন এবং চব্বিশ রমযানে জুমার নামায পড়ার জন্য জামে মসজিদে যান। কিন্তু এলাকার মানুষ নানাকে রাস্তায় দেখে বলে, আপনি ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হয়েছেন কেন? আপনার ইতিকাফ তো নষ্ট হয়ে গেছে। মুহতারামের নিকট জানার বিষয় হল, তাদের কথা কি ঠিক? এবং এক্ষেত্রে শরীয়তের বিধান কী— জানিয়ে বাধিত করবেন।
উত্তর
জুমার জন্য বের হওয়ার কারণে আপনার নানার ইতিকাফ নষ্ট হয়নি। যারা ইতিকাফ ভেঙ্গে গেছে বলে মন্তব্য করেছে, তাদের কথা ঠিক নয়। কারণ পাঞ্জেগানা মসজিদে ইতিকাফকারীর জন্য জুমার নামাযের উদ্দেশ্যে বের হওয়া জায়েয। অবশ্য এক্ষেত্রে এমন সময় বের হবে, যখন বের হলে জুমার স্থানে পৌঁছে জুমার নামাযের আগের চার রাকাত আদায় করা যায় এবং পরিপূর্ণ খুতবা পাওয়া যায়। জুমার নামায শেষে পরবর্তী সুন্নত আদায় করে বিলম্ব না করে চলে আসবে।
—কিতাবুল আছল ২/১৮৩; বাদায়েউস সানায়ে ২/২৮২; ফাতহুল কাদীর ২/৩০৯; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৪৪; রদ্দুল মুহতার ২/৪৪৫