শাবান-রমযান ১৪৪৪ || মার্চ-এপ্রিল ২০২৩

রায়হান - ঢাকা

৬১০৯. প্রশ্ন

আমি একজন রাজমিস্ত্রী। পাঁচ ওয়াক্ত নামায পড়ার চেষ্টা করি। অনেক সময় নামায শেষে দেখি, আমার নখের ভেতর কাদা ঢুকে আছে। আমি জানতে চাচ্ছি, নখের ভেতর কাদা ঢুকে থাকলে কি ওযু হবে? আশা করি জানাবেন।

উত্তর

নখের ভেতর মাটি লেগে থাকলেও শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে তা প্রতিবন্ধক হয় না। তাই নখের ভেতর কাদা ঢুকে থাকলেও ওযু হয়ে যাবে। একারণে ওযুর সমস্যা হবে না।

আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ১৮; আযযাখীরাতুল বুরহানিয়্যা ১/৩৩৬; আলবাহরুর রায়েক ১/১৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন