শাবান-রমযান ১৪৪৪ || মার্চ-এপ্রিল ২০২৩

হুযাইফা - নেত্রকোণা

৬১০৬. প্রশ্ন

আমাদের বাসায় ছারপোকার উপদ্রব খুব বেশি। তাই মাঝে মাঝে ঘুম থেকে উঠে দেখি, গেঞ্জিতে ছারপোকার রক্ত লেগে আছে। মুহতারামের কাছে জানতে চাচ্ছি, ছারপোকার রক্ত কি নাপাক? কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যায়?

উত্তর

ছারপোকার রক্ত নাপাক নয়। কাপড়ে লাগলে কাপড় নাপাক হয় না। কেননা যেসব কীটপতঙ্গের শরীরে প্রবাহিত রক্ত নেই সেসব কীটপতঙ্গের রক্ত নাপাক নয়। তাই তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না। তবে তা যেহেতু ময়লা তাই তা ধুয়ে নেওয়া সম্ভব হলে ধুয়ে নেওয়া ভালো।

মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২০৩২; কিতাবুল আছল ১/৫৪; বাদায়েউস সানায়ে ১/১৯৫; জামিউর রুমুয ১/১৫২; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন