মুহাম্মাদ আকরাম হোসাইন - জামিআ ইমদাদিয়া, কিশোরগঞ্জ
৯৩৬. প্রশ্ন
অনেকে বিদায় নেওয়ার সময় বলে, ‘আসি’। আমি এক উস্তাদের কাছে শুনেছি, বিদায় নেওয়ার সময় এই শব্দটি ব্যবহার করা যাবে না। কারণ এতে নাকি মিথ্যা বলা হয়। এখন আমার প্রশ্ন হল, শরীয়ত অনুযায়ী বিদায় বেলায় আসি বলা কেমন? যদি না বলা যায় তবে কী বলতে হবে, বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর
বিদায়ের ক্ষেত্রে ‘আসি’ শব্দ থেকে শ্রোতাগণ এটিই বোঝেন যে, লোকটি যাওয়ার অনুমতি চাচ্ছেন। আসি বলে লোকটি আবার আসবে এ কথা সেও বোঝায় না, উপস্থিত লোকরাও এমন বোঝে না। তাই এখানে মিথ্যার কিছু নেই। উল্লেখ্য, আগমনের সময় যেমন ‘সালাম’ দেওয়া সুন্নত তদ্রূপ বিদায়ের সময়ও সালামের আদান প্রদান সু্ন্নত।
-শুআবুল ঈমান ৬/৪৪৮—৪৪৯; জামে তিরমিযী ২/১০০; তুনানে আবু দাউদ পৃ. ৭০৭; ইমদাদুল ফাতাওয়া ৪/৪৯১ মিন আদাবিল ইসলাম